মুনছুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ঐতিহ্যবাহী মাত্রাই মাজার শরীফ দাখিল মাদ্রাসার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ১১টায় মাদরাসা ময়দানে মাদরাসার সুপার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাত্রাই মাদরাসার এডহক কমিটির সভাপতি ও পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রবিউল হাসান। অনুষ্ঠানে মাদরাসার সহকারী সুপার বোরহান উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও সচেতন অভিভাবক বক্তব্য রাখেন। সুধী সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।