
নিহতরা হলেন শ্বশুর ও পুত্রবধূ
স্টাফ রিপোর্টারঃ বুধবার, ৯ জুলাই
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মী মণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আলহাজ্ব মো. আফতাব আলী (৬৫) এবং তাঁর বড় ছেলে প্রবাসী শাহজাহানের স্ত্রী ইভা খাতুন (৩০)। ইভা জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বাড়ইল কুটিপাড়া গ্রামের অলি মণ্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ জুলাই মঙ্গলবার রাতের কোনো এক সময় এ জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরদিন সকালে বাড়ির ভিতর দীর্ঘসময় কোনো সাড়া-শব্দ নেই শুধু শিশু বাচ্চাদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা পরে ঢুকে তারা আফতাব আলীর মরদেহ বারান্দায় ও ইভার নিথর দেহ ঘরের ভিতর পড়ে থাকতে দেখে। ঘরের দরজা-জানালা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল। দুইজনেরই হাত-পা বাঁধা ছিল।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপচাঁচিয়া থানা পুলিশ ও বগুড়া জেলা পুলিশ ও ডিবির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
নিহত আফতাব আলীর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে সৌদি প্রবাসী, আর ছোট ছেলে ঢাকায় চাকরি করেন। নিহত ইভার দুটি সন্তান রয়েছে।
এলাকাবাসীর দাবি, এই নৃশংস জোড়া হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের মতে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
দুপচাঁচিয়া থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চালাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (৯ জুলাই সকাল ১১টা) পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের পেছনে কারণ উদঘাটনে তারা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।
























