০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পাঁচবিবিতে পুলিশের চেকপোস্ট 

  • প্রকাশের সময় : ০৭:৩৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 177

 

আকতার হোসেন বকুল, পাঁচবিবিঃ ১৫ জুলাই, ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক রাখতে থানা পুলিশ চেকপোস্ট বসিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবির প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে পুলিশের এ চেকপোস্ট দেখা যায়। রাস্তা দিয়ে দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা বাস-ট্রাক, মিনি ট্রাক, মটরসাইকেল ও ভ্যান রিক্সার চালককে পুলিশের হাতে থাকা লাল আলোর সংকেত দেখিয়ে এসব যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। পুলিশকে এসব যানবাহনের সন্দেহ ভাজন যাত্রীদেরকে নানান রকমের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। পাঁচবিবি থানার সিনিয়র এসআই মোঃ হেলাল উদ্দিন ও এ এসআই মোঃ ফারাজুল ইসলামের নেতৃত্বে একদল চৌকুস পুলিশ সদস্যরা চেকপোস্টে দ্বায়িত্ব পালন করছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা থানা পুলিশ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ও চিহ্নিত অপরাধ সংঘটিত স্থানগুলোতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরো বলেন, মানুষের যানমাল রক্ষা ও উপজেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় পাঁচবিবিতেও পুলিশের চিরুনি অভিযান চলমান থাকবে বলে জানান, পাঁচবিবির এ পুলিশ কর্মকর্তা।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পাঁচবিবিতে পুলিশের চেকপোস্ট 

প্রকাশের সময় : ০৭:৩৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

আকতার হোসেন বকুল, পাঁচবিবিঃ ১৫ জুলাই, ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক রাখতে থানা পুলিশ চেকপোস্ট বসিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবির প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে পুলিশের এ চেকপোস্ট দেখা যায়। রাস্তা দিয়ে দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা বাস-ট্রাক, মিনি ট্রাক, মটরসাইকেল ও ভ্যান রিক্সার চালককে পুলিশের হাতে থাকা লাল আলোর সংকেত দেখিয়ে এসব যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। পুলিশকে এসব যানবাহনের সন্দেহ ভাজন যাত্রীদেরকে নানান রকমের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। পাঁচবিবি থানার সিনিয়র এসআই মোঃ হেলাল উদ্দিন ও এ এসআই মোঃ ফারাজুল ইসলামের নেতৃত্বে একদল চৌকুস পুলিশ সদস্যরা চেকপোস্টে দ্বায়িত্ব পালন করছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা থানা পুলিশ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ও চিহ্নিত অপরাধ সংঘটিত স্থানগুলোতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরো বলেন, মানুষের যানমাল রক্ষা ও উপজেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় পাঁচবিবিতেও পুলিশের চিরুনি অভিযান চলমান থাকবে বলে জানান, পাঁচবিবির এ পুলিশ কর্মকর্তা।