পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা প্রতিনিধিঃ ১৬ জুলাই ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে ১৫ই জুলাই বিকাল ৫:৩০ ঘটিকায় রেলি ও পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পাঁচবিবি পৌর শহরের বড় মসজিদ থেকে মিছিল বের হয়ে স্টেশন পাঁচমাথা হয়ে তিনমাথাতে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে বড় মসজিদ হতে নির্বাচনী গণসংযোগ করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে। গণসংযোগ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য জামাত মনোনীত জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ডা: মো: ফজলুর রহমান সাঈদ। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে বর্তমান দেশে চাঁদাবাজি সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই চাঁদাবাজি দূর করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই তাই জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জামায়াতে ইসলামীর কোন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নাই।আপনারাও চাঁদাবাজি বাদ দেন রিজিকের মালিক আল্লাহ তিনিই রিজিক দিবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: আবু সুফিয়ান মুক্তার পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, মো: মোস্তাফিজুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান, সহকারী অধ্যাপক আক্কেলপুর মহিলা কলেজ ও জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য। তারা পাঁচবিবি উপজেলা বাসীদের আহ্বান জানান ১৯জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার। সভাপতিত্ব করেন ডা: মো: সুজাউল করিম আমীর পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামী।