
পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ করেই বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম, গতরাতে আনিস মোল্লা নামে একজনকে চাকু মেরে হত্যার চেষ্টা করা হয়।
১৬ই জুলাই বুধবার ঘটনাটি ঘটেছে উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে।
ভুক্তভোগীর জবানবন্দিতে জানা যায়, ঘটনার দিন বুধবার রাতে , চেচড়া গ্রামের বয়েন উদ্দিন মোল্লার ছেলে আনিস মোল্লাকে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইস্কান্দারের বাড়িতে বিদেশে কাজ দেওয়ার বিষয় নিয়ে আলোচনার জন্য ভুক্তভোগী আনিস মোল্লাকে ডাকা হয়, আলোচনা শেষে মোটরসাইকেল যোগে আনিস মোল্লা ওই বাড়ি থেকে বের হলে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, এবং মাদকখোর, বকাটে সুলতানের পুত্র আলমগীর হোসেন, সাজ্জাদের পুত্র সাকিব হোসেন, মীর শহীদের পুত্র সাজু, এনামুলের পুত্র মইনুল সহ অত্র এলাকার ১০-১২ জন সন্ত্রাসী আনিস মোল্লার মোটরসাইকেল এর সামনে এসে আনিস মোল্লার মোটরসাইকেলের সামনে এসে পথ গতিরোধ করে।
সবাই আনিস মোল্লাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং জিজ্ঞাসা করে এখানে কেন আসছে।
এ বিষয় কে কেন্দ্র করে প্রথমে আনিস মুলার সাথে ধস্তাধস্তি হয় পরে একপর্যায়ে আলমগীরের হাতে থাকা চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আনিস মোল্লার পেটের বাম পাশে আঘাত করে, এবং বাম হাতে আঘাত করে, এতে রক্তাক্ত জখম হয়, সাকিব, সাজু, মইনুল সহ আরিফ মোল্লাকে কিল ঘুষি মেরে ফুলা জখম করে, এ সময় আনিস মোল্লার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সাজু নামে এক সন্ত্রাসীকে ধরে ফেলে, বাকিরা পালিয়ে যায়, পরে আনিস মোল্লাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্স চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন জানান, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
























