নিজস্ব, রংপুর, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৫
গতকাল বুধবার (১৬ জুলাই) দুপুরে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় তার বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, শহীদ আবু সাঈদ ও তার সহযোদ্ধারা যে আদর্শে জীবন দিয়েছেন, তা কেবল স্মরণীয় নয়— তা হোক আমাদের প্রতিদিনের প্রেরণা। তরুণ প্রজন্ম যেন মানবিকতা, সাহস ও ন্যায়ের পথে দেশের কল্যাণে আত্মনিয়োগ করে— এই হোক আমাদের প্রত্যাশা।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আবু সাঈদ ভয়ের মুখে দাঁড়িয়ে সাহস দেখিয়েছিল। তার মৃত্যু ছিল এক বিপ্লবের সূচনা, যা আমাদের মনে করিয়ে দেয়— পরিবর্তনের জন্য শুধু প্রতিবাদ নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ।’
উপদেষ্টা বলেন, ‘আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে। ভূমিদস্যুর মুখে গুলি মারে না। পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে না। দুষ্টের, ঘুষখোরের ব্যাপারে ব্যবস্থা নেয় না। সেইখানে তাদের সখ্যতা রয়েছে। যখন হেলমেট পরে এসে নিরীহ ছাত্রদের আক্রমণ করে, তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই। গুলির বরাদ্দ হচ্ছে নিরীহ ব্যক্তিদের জন্য।’