স্টাফ রিপোর্টারঃ
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি অভিযানে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে ৫০ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার (২০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বগুড়া শিবগঞ্জ উপজেলার রহবল বাজারের ফ্লাইওভারের পূর্ব পাশে জনৈক মুনজু মিয়ার চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
র্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল, একটি স্মার্টফোন, একটি সিমকার্ড এবং নগদ ২,৩৬০ টাকা জব্দ করে।
অভিযানে আটক দুইজন হলেন: মোছাঃ স্বপ্না বেগম (২৯) মোঃ মোজাম্মেল হক (৩৮), পিতা মৃত নাজমুল হক, উভয়ের স্থায়ী ঠিকানা কুর্শাখালী, বুচকী আবাসন, ৭ নং ব্লক, ইউপি খানপুর, থানা বিরামপুর, জেলা দিনাজপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জেলায় ফেন্সিডিল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।