স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
আর ৫ টা দিনের মতই ছিলো আজকের দিনের বিকেলটা। লিও ক্লাব অব ঢাকা ধানমন্ডির কতিপয় সদস্যরা শেষ বিকেলে উওরা সেক্টর ৮ নং রেলগেটে বসে আড্ডা দিচ্ছিলো। হঠাৎ চলতি ট্রেন থেকে ছিটকে পড় আদনান খাদেম ( ২৫) নামের এক যুবক, তার গ্রামের বাড়ি আখাউড়া, ব্রাক্ষণবাড়ীয়া। ট্রেন থেকে ছিটকে পড়ে তার বাম পা এবং হাত ভেঙ্গে যায়। আসে পাশে মানুষ যখন তার কাছে আসতে কুন্ঠা বোধ করছিলো তখন লিও ক্লাব অব ঢাকা ধানমন্ডির সদস্যরা তাকে তুলে নিয়ে আসে কুয়েত মৈত্রী হাসপাতালে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে আসা হয় ঢাকা পঙ্গু হাসপাতালে। সেখানে তার উপযুক্ত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে ভর্তি করানো হয়। তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তার পরিবারের লোকজন গ্রাম থেকে আসবে।
মানবতার সেবায় এই ভাবে কাজ করে যাচ্ছে লিও ক্লাব অব ঢাকা ধানমন্ডির সদস্য শোভন, শুভ, নাঈম, ফাহিম, মনির সহ সকলে।
তারা বিশ্বাস করেন মানুষ হিসেবে মানুষের সেবা করাটায় মুখ্য বিষয়, সে নিজের পরিবারের হোক কি অন্য পরিবারের।