ডেক্স রিপোর্টঃ শনিবার ২৬ জুলাই ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল আলাপকালে একজন ব্যবসায়ী বলেছেন, ‘আগে ঘুষ দিতাম এক লাখ টাকা, এখন পাঁচ লাখ টাকা দিতে হয়।’
ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’ এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, জানি না কিভাবে দেখবে, অন্যভাবে মনে করবেন কি না? পুলিশের কোনো পরিবর্তনই হয়নি। বরঞ্চ তারা আরো সুযোগ নিচ্ছে। একবার বলে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে কোর্টে যাও। এভাবে পুলিশ দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। কারণ তাদের তো কনফিডেন্সই নাই। কিভাবে তারা কনফিডেন্স নিয়ে কাজ করতে পারবে? তারা তো বিগত সরকারের সমস্ত অপকর্মে জড়িত ছিল।
তিনি বলেন, প্রতিদিন নেগেটিভ সমস্ত কথাবার্তা আসছে বিভিন্ন জায়গায়। আর সোশ্যাল মিডিয়া এই সমাজকে গ্রাস করে ফেলছে। এটা কতটুকু উপলব্ধি করছেন, আমি জানি না। মনে হয়, সরকারের উপদেষ্টা খুব ভালো করে উপলব্ধি করছেন, কিভাবে সরকারকে মাঝামাঝে আক্রমণ করছে।
সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাতারাতি আমরা সবকিছু বদলে ফেলতে পারব না। তাই বলে দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে, এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকব, এটাও আমি ঠিক বুঝতে পারি না। চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায়? একটা প্রক্রিয়া দরকার হয়। প্রসেস দরকার। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে দিতে হবে।