স্টাফ রিপোর্টারঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁ জেলার সদর থানাধীন মাগুরা মন্ডলপাড়া এলাকা থেকে ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে আরও একজন আসামি পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: শামিম (৩০), পিতা হায়দার আলী, সাং দেবীপুর, থানা মহাদেবপুর; মাসুদ রানা (২৯), পিতা আনিছুর রহমান, সাং দেবীপুর, থানা মহাদেবপুর; আব্দুর রাজ্জাক (৫০), পিতা মৃত খোরশেদ, সাং – কাছেনপুর, থানা নওগাঁ সদর।
পলাতক আসামি: মোঃ স্বপন (৪২), পিতা মৃত বৈয়তুল, সাং মাগুরা মন্ডলপাড়া, থানা নওগাঁ সদর।
র্যাব জানায়, গতকাল শনিবার (২৬ জুলাই ২০২৫) অভিযান পরিচালনার সময় আসামিদের কাছ থেকে ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২২,৩১৭/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জানায়, তারা ট্যাপেন্টাডল বিক্রয়ের উদ্দেশ্যেই ঘটনাস্থলে অবস্থান করছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার এবং সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে র্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।