
স্টাফ রিপোর্টারঃ দৈনিক সীমান্তের আওয়াজ-এর জয়পুরহাট জেলা প্রতিনিধি মাওলানা মোঃ মুনসুর রহমান পীরে কামেল মাওলানা আবদুল গফুর চিশতি (রহঃ) অনুসারী চিশতি তরিকায় গ্রহণ করে মারফতের জগতে বিচরণ করতে চান। বিশুদ্ধ জ্ঞান গ্রহণের জন্য তরিকার ভাইদের সাথে ভাব বিনিময় করছেন। তরিকার আরেক ভাই তাকে একটি চিশতিয়া তরিকার টুপি উপহার দেন। এই টুপি দিয়ে হযরত মাওলানা আবদুল গফুর চিশতির অনুসারি বুঝা যায়। তিনি তরিকার ভাইদের সঙ্গে মজমা করার মুহুর্তে।


























