
ছবিঃ আকতার হোসেন বকুল
উপজেলা করেসপন্ডেন্টঃ মঙ্গলবার ২৯ জুলাই, ২০২৫
পাঁচবিবিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারের রাস্তার পাশের বড় বড় ঝুকিপূর্ণ ইউক্যালিপ্টাস গাছ কর্তন এবং ৩৩’হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের দাবীতে মানববন্ধন হয়েছে। গত রোববার বিকালে পাঁচবিবি- কামদিয়া পাকা রাস্তার শালাইপুর বাজারে এলাকাবাসী ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। এসময় আরো উপস্থিত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শ্রী গোপাল চন্দ্র মন্ডল, শালাইপুর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী আবুল কালাম আজাদ, কাপড় ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান, আবু রায়হান, ছাত্রনেতা মোঃ নুরুউল্লাহ্ ও জবা। মানববন্ধনে থেকে বক্তারা অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। গাছগুলো মরণ ফাদে পরিণত হয়েছে এবং দূর্ঘটনা হতে পারে।
























