
ছবিঃ দৈনিক সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাট জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান গতকাল বুধবার বেলা ১১:৩০ টা থেকে ১ টা পর্যন্ত সদর উপজেলার দুর্গাদহ বাজারে মনিটরিং কার্যকম পরিচালনা করেন। অভিযানে দেখা গেছে রিতু কসমেটিক এ সরকার নিষিদ্ধ কসমেটিক পণ্য বিক্রি করা হচ্ছে। প্রমান সহ পাওয়া গেলে তাঁদেরে নগদ ২০০০/(দুই হাজার টাকা ) আর্থিক জরিমানা করা হয়।
একই সাথে বাজারে অবস্থিত রোকেয়া ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ পাওয়া গেলে ফার্মেসি মালিকের ৫, ০০০ টাকা (পাঁচ হাজার টাকা ) নগদ জরিমানা করা হয়। বাজারে ভোক্তা অধিদপ্তপর এর সতর্কতা মূলুক লিফলেট বিতরণ করা হয়েছে। অভিযানে সময় উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি, জয়পুরহাট ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী এবং পুলিশ সদস্য।
























