ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি উপজেলা (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি থানায় দায়ের হওয়া ১৯৯৭ সালের একটি শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে দীর্ঘ ২৮ বছর পর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাটখুর গ্রামের মাজেদ আলী পিতা: ফজের আলী ও আব্দুল ওয়াহেদ পিতা: খয়বর আলী। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
১৯৯৭ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে চাটখুর গ্রামের আমজাদ হোসেন নামে এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে একটি পুকুরে ফেলে রাখা হয়। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের হয়, যার মামলা নম্বর ছিল ৬/৯৭। তদন্ত শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তারা পলাতক ছিলেন।
পাঁচবিবি থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই মোঃ সোহেল রানা দীর্ঘ অনুসন্ধান ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন। এরপর তাঁর নেতৃত্বে গাজীপুরের শ্রীপুর ও গাছা থানা এবং ঢাকার হাজারীবাগ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানা সুত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তবে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা তাদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হই। আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে আরও জানায়, মামলার অন্য কোনো পলাতক আসামি থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।