ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
বৃহস্পতিবার (৭ জুন) জয়পুরহাট চিনিকল নব-নির্বাচিত শ্রমিক নেতাদের এক সংবর্ধনা অনুষ্ঠান ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগস্ট, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয়পুরহাট চিনিকলের সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন। চিনিশিল্পের কেন্দ্রীয় এই গুরুত্বপূর্ণ সংগঠনের সাধারণ সম্পাদক পদে জয়পুরহাট চিনিকল হতে নির্বাচিত হওয়ায়, নির্বাচিত নেতা কে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে জয়পুরহাট শহরে বিজয় মিছিল বের করা হয়।
এছাড়াও ফেডারেশন এর কার্যকরী সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জচিক শ্রঃকঃ ইউনিয়ন এর সভাপতি মো.আলী আকতার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব ফয়সল আলিম,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব,জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মিলের শ্রমিক কর্মচারীবৃন্দ।
বিজয় মিছিল এর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ হোসেন বলেন, গত ৩ আগস্ট চিনিশিল্প সদর দপ্তরের ৮ম তলায় গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এক অবাধ, সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি শ্রমিক কর্মচারীর কাছে ঋনী। তাঁর এ বিজয় শুধুমাত্র একার বিজয় নয়, চিনিশিল্পের সকল শ্রমিক কর্মচারীর বিজয়। এতদিন শুধুমাত্র জয়পুরহাট চিনিকলের শ্রমিক কর্মচারীদের কাজ করতেন,এখন হতে সারা বাংলাদেশের সকল রাষ্ট্রায়ত্ত চিনিকলের শ্রমিক কর্মচারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন।
বিজয় মিছিলে মিলের শ্রমিক কর্মচারীদের মাঝে সাজ-সজ্জা ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন,বাদ্যযন্ত্র,অসংখ্য মোটরসাইকেল,অটো,সিএনজি, ও ট্রাক নিয়ে আনন্দ মিছিল টি জয়পুরহাট চিনিকল হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্য্যালয় ঘুরে আবার,জয়পুরহাট সুগার মিলে এসে শেষ হয়।
শ্রমিক কর্মচারী এই বিজয়কে ধরে রাখতে ও জয়পুরহাট চিনিকল সহ সকল শ্রমিক কর্মচারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজে অবদান রাখতে ও চিনিশিল্পের সার্বিক উন্নয়ন কামনা করেন।