ছবিঃ সীমান্তের আওয়াজ
মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ ৯ আগস্ট, ২০২৫
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জয়পুরহাট প্রেসক্লাব।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে জয়পুরহাট সদরের পাচুর মোড়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। তাঁরা বলেন, একজন পেশাদার সাংবাদিককে নির্মমভাবে হত্যার ঘটনা শুধু নিন্দনীয় নয়, বরং সংবাদপেশার জন্য ভয়াবহ হুমকি।
বক্তারা আরও বলেন, দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বপালন মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই এ ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।