
স্টাফ রিপোর্টারঃ ৯ আগস্ট, ২০২৫
বগুড়ার শিবগঞ্জে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার মোকামতলা বন্দরের একটি পরিত্যক্ত অফিস ঘরে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির (৪০) ও পার আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন (৩৫)।
ভুক্তভোগীর স্বামী জিহাদ প্রধান শুক্রবার দুপুরে চারজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। অন্য দুই আসামি হলেন-মুরাদপুর উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন (৪০) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার আলী (৫০)। তারা এখনও পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে গৃহবধূ ও তার স্বামীকে জোরপূর্বক গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ী এলাকা থেকে সিএনজিতে তুলে এনে মোকামতলার ওই অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে আটকে রেখে অপর একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় গৃহবধূকে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।”
























