
ছবিঃ সীমান্তের আওয়াজ
মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ
‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৫০তম বছরে পদার্পণ উপলক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় কালাই সাংবাদিক পরিষদ কার্যালয়ে সুধীজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়ার কালাই উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান আলী, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মুনছুর রহমান এবং সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কালাই সাংবাদিক পরিষদের কোষাধক্ষ্য ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আব্দুল বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন কালাই সাংবাদিক পরিষদের সহসভাপতি ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি সাজ্জাদুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি রায়হান আলী, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোকারম হোসাইন, নাগরিক টিভির প্রতিনিধি মাহফুজুর রহমানসহ সাংবাদিক কামরুল হাসান, তাইফুল ইসলাম বাবু, রেজাওউনুল হক, ছামসুল আলম, ফেরদৌস বারী সোহেল।
আলোচনা সভা শেষে দৈনিক করতোয়া পত্রিকার সুনাম অক্ষুন্ন রাখতে ও সম্পাদক মোজাম্মেল হকসহ করতোয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
























