
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ হেফাজতে ইসলাম এর পুর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে নওগাঁ জেলার সাপাহারে উপজেলায় এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বাদ জোহর সাপাহার উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে নওগাঁ জেলার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা রেদওয়ানুল্লাহ, সহ সভাপতি হাফেজ মাও: ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাশেমী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে প্রায় ঘন্টাকালব্যপী আলোচনার পর সর্বসম্মতিক্রমে হাফেজ মাও: ইউসুফ আব্দুল্লাহ হাবিবী খতিব জিরোপয়েন্ট জামে মসজিদকে সভাপতি ও মুফতি জহির রায়হান খতিব সাপাহার বাজার জামেমসজিদকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট সাপাহার উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
এসময় উক্ত মডেল মসজিদ মিলনায়তনে শতাধিক হাফেজ, মুফতি ও মাওলানা উপস্থিত ছিলেন।।
























