ছবিঃ জেলা পুলিশ
প্রেস বিজ্ঞপ্তিঃ ১৭ আগস্ট, ২০২৫
পুলিশের ইন্সপেক্টর জেনারেল পক্ষ থেকে পুলিশ সুপার, জয়পুরহাট মুহম্মদ আবদুল ওয়াহাব বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ এ নির্বাচিত কৃতি শিক্ষার্থী ১। মোছা: দীপ্তি সুলতানা, ২। কাজী ইরফান ইসলাম, ৩। নিশাত তাসনিম ৪। মোঃ আশিকুর রহমান রিমন, ৫। তাকরীন শাহরিয়ার রাফিসহ ০৫ জনের ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তাদের পক্ষে অভিভাবকগণ এবং ৬। ফাতেমা মাহাজাবিন নিজে উপস্থিত থেকে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট গ্রহণ করেন।
[caption id="attachment_2910" align="alignnone" width="300"]
ছবিঃ জেলা পুলিশ জয়পুরহাট[/caption]
উক্ত শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় তাদের পক্ষে নিজ নিজ অভিভাবকগণ ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট গ্রহণ করেছেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন অভিভাবক এবং পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।