
ছবিঃ সীমান্তের আওয়াজ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ সোমবার, ১৮ আগস্ট
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস সপ্তাহ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ১৮ আগষ্ট সোমবার ১০টায় এ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করণ ও একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান। অনুষ্টানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাজী মনোয়ারুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলজার হোসেন, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ফেরদৌসী আলম, জামায়াত নেতা মোজাফফর হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ ০৩ জন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের প্রাঙ্গণে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।


























