
ছবিঃ সংগৃহীত
সহযোগী সংবাদপত্র
ডেক্স রিপোর্টঃ ২৪ আগস্ট, ২০২৫
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হয়। ওই সময় থেকেই আরিফুজ্জামান গা-ঢাকা দিয়ে ভারতে চলে যান এবং স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়ায় আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।
ভারতের উত্তর ২৪ পরগণায় আটক হয়েছেন বাংলাদেশের পুলিশকর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি একসময় ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ইউনিটে দায়িত্বে ছিলেন।
কূটনৈতিক ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হয়। ওই সময় থেকেই আরিফুজ্জামান গা-ঢাকা দিয়ে ভারতে চলে যান এবং স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়ায় আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।
গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফের গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়।
এর আগে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন কর্তব্যে অনুপস্থিত থাকার অভিযোগে ১৭ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করে। এ ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জুনে একই অঞ্চলের জগদ্দল থেকে বাংলাদেশের আরও এক পুলিশ সুপার ও দুজন আওয়ামী লীগ নেতাকে বিএসএফ আটক করেছিল। তবে তাদের বৈধ ভিসা থাকায় পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।


























