
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ বুধবার ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র, ১৪৩২
জয়পুরহাটের পাঁচবিবিতে আজ বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্ব উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ইমায়েদুল জাহেদী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও বালিঘাটা ইউপি প্রশাসক ডাঃ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক চৌধুরী, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু, বালিঘাটা ইউনিয়নের বিচারক ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, বালিঘাটা আলিম মাদ্রাসার সহ সুপার জয়নুল আবেদীন মাহমুদ, পাঁচবিবি প্রেসক্লাবের সদস্যবৃন্দ। সভায় সদস্যরা উপজেলার বিভিন্ন চুরি, মাদক ও অনলাইন জুয়ার বিষয়ে জোড়ালো বক্তব্য প্রদান করেন। এগুলো দমনে উপজেলা প্রশাসনকে কঠোর হস্তে দমন করার আহবান জানান।
সভার শেষে সভায় উপজেলার আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য সদস্যদেরকে দিন নির্দেশনা মুলক বক্তব্য দেন সভার সভার সভাপতি নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।


























