ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ শনিবার, ৬ আগস্ট, ২০২৫, ২২ ভাদ্র, ১৪৩২
জয়পুরহাটের পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সভায় পুনরায় দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি প্রভাষক আহসান হাবিবকে সভাপতি, দৈনিক মুক্ত সকালের পাঁচবিবি প্রতিনিধি আমিনুল ইসলাম দুলালকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি স্টেশনের পূর্ব পাশে^ (বরগাহাটি) পৌর প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় । সভায় পূর্বের রেজুলেশন পঠন ও বাৎসরিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন এবং অনুমোদন করা হয়। আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৫-২০২৮ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ- সভাপতি-সাজেদুল ইসলাম টিটু জনতার আলোর (অনলাইন), সহ-সভাপতি প্রভাষক শাহাদুল হোসেন শাহাদৎ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দৈনিক সকলের খবরের পাঁচবিবি প্রতিনিধি,দপ্তর সম্পাদক সাইদার ইসলাম দৈনিক প্রত্যাশা প্রতিদিনের পাঁচবিবি প্রতিনিধি, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেন দৈনিক সবুজ বাংলা পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি ও সাপ্তাহিক হিলিবার্তার স্টাফ রিপোর্টার, সদস্য মতিউর রহমান আজকের খবরের পাঁচবিবি প্রতিনিধি, আতিকুর রহমান পান্না, কামরুল মতীন মিলন, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আলী হাসান ,জয়পুর কন্ঠর পাঁচবিবি প্রতিনিধি সাকিব ইসলাম, দৈনিক প্রভাতের আলোর পাঁচবিবি প্রতিনিধি এমদাদুল হক, আমার সুন্দর দেশের পাঁচবিবি প্রতিনিধি এনামুল হক সদস্য ও ঢাকামোড়২৪.কম এর পাঁচবিবি প্রতিনিধি মামুনুর রশিদ বাবু নিবাচিত হয়েছেন।