
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র, ১৪৩২
বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকার মুন্সি পাড়ায় সংঘর্ষের একদিন পর শনিবার ৬ সেপ্টেম্বর ভোরে ধান ক্ষেতে শাকিল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মুন্সি পাড়ার একটি মুদিখানা দোকানের সামনে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হন। এসময় বিপ্লব হত্যা মামলার আসামি জয়কে দুটি রামদা সহ এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
শনিবার সকালে একই এলাকার একটি ধান ক্ষেতে শাকিলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
























