
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ শনিবার, ৬ আগস্ট, ২০২৫, ২২ ভাদ্র, ১৪৩২
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফোরকান হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার পাশাপাশি আরও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


























