
ছবিঃ সীমান্তের আওয়াজ
ক্ষেতলাল থেকে আব্দুর রাজ্জাকঃ ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র, ১৪৩২
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ক্ষেতলাল পাইলট স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ক্ষেতলাল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খুশি চৌধুরী এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা নুরুজ্জামান মৃধা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আনিছুর রহমান তালুকদার, আব্দুস সামাদ বাবু, অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, অ্যাডভোকেট রুহুল আমীন ফারুক, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন চপল, মোজাফফর তালুকদার, রাইসুল আলম রিপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন,
“২০০৮ সালে আমি এই আসনে বিএনপির প্রার্থী ছিলাম। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো। নির্বাচিত হলে জয়পুরহাট-২ আসনকে দুর্নীতিমুক্ত করবো। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
জনসভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
























