মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র, ১৪৩২
জয়পুরহাটের পাঁচবিবিতে আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা “জয় বাংলা” স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযোগ করে বিশৃঙ্খলার চেষ্টা চালিছেছেন। শনিবার সন্ধ্যায় পৌর শহরের রাধাবাড়ি ২ নম্বর রেলগেট থেকে সিনেমা হল সড়কে এ ঘটনা ঘটায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
নিষিদ্ধ সংগঠনের নেতকর্মীদের প্রতিহতের ডাক দিয়ে গতকাল শনিবার রাত ৮ টায় ছাত্রদল,যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা পৌর পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্টেশনের পূর্ব পাশে ভ্যান স্টান্ডে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি,যুব নেতা নয়ন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির,মহীপুর সরকারী কলেজ শাখা ছাত্র দলের সভাপতি ইমানুর।
বক্তারা প্রতিবাদ সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তত আছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।