ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
বগুড়ার শেরপুরে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবির অভিযোগে গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতারকচক্রকে আটক করেছে এলাকাবাসী।
ভিকটিম নূর আলম (২০), পিতা নূরউদ্দিন, গ্রাম-নোয়াখালী সুবর্ণচর, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালী। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গার্মেন্টস কর্মী মোছাঃ জোলেখা বেগমের (২৫), পিতা মোঃ মন্টু, স্বামী- বানুনিয়া, শাজাহানপুর, বগুড়া।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভিকটিমকে ফোন করে বগুড়ায় আসতে বলা হয়। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ভিকটিম ধুনট মোড়ে পৌঁছালে অভিযুক্ত আনোয়ার হোসেন (২৪) — (জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য), পিতা আব্দুর রাজ্জাক, গ্রাম-ঘোরদউর; তানভীর তপু (২৩), পিতা মোঃ আবুল কালাম আজাদ, গ্রাম-গাড়িদহ; সুমন (২৩), পিতা মোঃ আব্দুল আজিজ সরকার, গ্রাম-গাড়িদহ, থানা-শেরপুর তাকে জিম্মি করে।
অভিযুক্তরা ভিকটিমের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার পরিবারের কাছে ফোন দিয়ে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভিকটিমকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার একটি হোটেলে নাস্তার জন্য নিয়ে গেলে কৌশলে সে স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়।
এ সময় জনতা ঘটনাস্থলেই প্রতারকচক্রকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।