ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২০ সেপ্টেম্বর, ২০২
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এসময় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল চেকের সময় আসামি নাজির হোসেনের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাজির হোসেন (৫০) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার পলাশবাড়ী রিতনদিঘী গ্রামের মৃত নিজিম উদ্দিনের ছেলে।