
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণী মোছাঃ শাহিদা বেগমের জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টায় উপজেলার কুয়াতপুর মাদ্রাসার মাঠে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। গতকাল শনিবার রাতে জয়পুরহাটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। জানাযায় সর্বস্তরের জনগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিএনপি নেতা আব্দুল গফুর মিথ্যা রাজনৈতিক মামলায় কারাগারে আটক থাকায় স্বামীর পরিবর্তে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটে পরাজিত হন।
মরহুমার জানাযার পূর্বে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলীম, সাবেক সংসদ সদস্য মোঃ ইঞ্জিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল ইসলাম আদনান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল এবং মরহুমার দীর্ঘদিনের জীবনসঙ্গী বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল সহ অনেকেই।
এসময় তাঁরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


























