ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বড়মানিক দাখিল মাদ্রাসার সুবিধা বঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন ও মেধাবী ২০ জন ছাত্রীর মধ্যে শিক্ষা সহায়তা চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খাঁন,। সভাপতিত্ব করেন সুপার মাওলানা আছির উদ্দিন।সুবিধাভোগী প্রত্যেক ছাত্রীকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।