০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চোরের হোতা আজাদুল জামিনে  বেরিয়ে আবারো চোরাই মোটর সাইকেলসহ আটক

  • প্রকাশের সময় : ১১:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 48

ছবিঃ আজাদুল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল সহ বিভিন্ন অপরাধ মূলক অপকর্মের হোতা  আজাদুল প্রকাশ্যে চুরিকালে আটক হয়ে আদালত থেকে  জামিনে আসার পর চোরাই মোটরসাইকেলসহ পুনরায় আটক হয়েছে গ্যাং লিডার আজাদুল।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাপমারা ইউপির নরেঙ্গাবাদ মেরী এলাকায় এক অভিযানে মিলন মিয়া ও মমিন মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এস.আই নজরুল ইসলাম সঙ্গে ছিলেন এসআই তাহসিনুর রহমান, তফিজ উদ্দিন, আখতারুজ্জামান, মমিনুল ইসলাম, এএসআই সোহেল রানা, আতাউল গণিসহ অন্যান্য ফোর্সরা।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ মেরী এলাকার মিলন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৩/৪ মাস পূর্বে মোটরসাইকেল চোর সক্রিয় চক্রের হোতা আজাদুলের কাছ থেকে ক্রয় করা ডিসকভার ১২৫সিসি উদ্ধার করে পুলিশ (যার চেসিস নংMD2DSJZZZUWK92832) এবং (ইঞ্জিন নং JZMBUJ203661)। মোটরসাইকেল চোর চক্রের  হোতা আজাদুলকে একই এলাকার শ্বশুরের বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে একই এলাকার মমিন মিয়ার বাড়ি থেকে টিভিএস ১১০ সিসির ( যার রেজি. নং ঢাকা-মেট্রো ল-৪১-০৩৯১, চেসিস নং MD625CF18JIA57775 এবং ইঞ্জিন নং CFIAJ1930388)  চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানা পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার শাখাহার ইউপির রাজশ গ্রামের হিন্দুপাড়ায় মোটরসাইকেল চুরির সময় এলাকাবাসীর হাতে আটক আজাদুলকে থানায় সোপর্দ করে গ্যাং লিডার আজাদুল কে আদালতে সোপর্দ করলে সেদিনই সে জামিনে বেড়িয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম দুটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের সক্রিয় হোতা  আজাদুলকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা  হইয়াছে যাহার নং-৪২ তারিখ ২৪শে সেপ্টেম্বর ২০২৫ইং।

আজাদুলকে আটক করায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সর্বস্তরের জনগণ।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চোরের হোতা আজাদুল জামিনে  বেরিয়ে আবারো চোরাই মোটর সাইকেলসহ আটক

প্রকাশের সময় : ১১:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ছবিঃ আজাদুল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল সহ বিভিন্ন অপরাধ মূলক অপকর্মের হোতা  আজাদুল প্রকাশ্যে চুরিকালে আটক হয়ে আদালত থেকে  জামিনে আসার পর চোরাই মোটরসাইকেলসহ পুনরায় আটক হয়েছে গ্যাং লিডার আজাদুল।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাপমারা ইউপির নরেঙ্গাবাদ মেরী এলাকায় এক অভিযানে মিলন মিয়া ও মমিন মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এস.আই নজরুল ইসলাম সঙ্গে ছিলেন এসআই তাহসিনুর রহমান, তফিজ উদ্দিন, আখতারুজ্জামান, মমিনুল ইসলাম, এএসআই সোহেল রানা, আতাউল গণিসহ অন্যান্য ফোর্সরা।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ মেরী এলাকার মিলন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৩/৪ মাস পূর্বে মোটরসাইকেল চোর সক্রিয় চক্রের হোতা আজাদুলের কাছ থেকে ক্রয় করা ডিসকভার ১২৫সিসি উদ্ধার করে পুলিশ (যার চেসিস নংMD2DSJZZZUWK92832) এবং (ইঞ্জিন নং JZMBUJ203661)। মোটরসাইকেল চোর চক্রের  হোতা আজাদুলকে একই এলাকার শ্বশুরের বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে একই এলাকার মমিন মিয়ার বাড়ি থেকে টিভিএস ১১০ সিসির ( যার রেজি. নং ঢাকা-মেট্রো ল-৪১-০৩৯১, চেসিস নং MD625CF18JIA57775 এবং ইঞ্জিন নং CFIAJ1930388)  চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানা পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার শাখাহার ইউপির রাজশ গ্রামের হিন্দুপাড়ায় মোটরসাইকেল চুরির সময় এলাকাবাসীর হাতে আটক আজাদুলকে থানায় সোপর্দ করে গ্যাং লিডার আজাদুল কে আদালতে সোপর্দ করলে সেদিনই সে জামিনে বেড়িয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম দুটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের সক্রিয় হোতা  আজাদুলকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা  হইয়াছে যাহার নং-৪২ তারিখ ২৪শে সেপ্টেম্বর ২০২৫ইং।

আজাদুলকে আটক করায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সর্বস্তরের জনগণ।