ছবিঃ সীমান্তের আওয়াজ
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫
কালাইয়ের বিশিষ্ট আলেমদ্বীন, কালাই কেন্দ্রীয় আহলে হাদীস মসজিদের খতিব ও বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির জয়পুরহাট জেলা শাখার সভাপতি শায়েখ মাওলানা মো সেলিম রেজার উপর অতর্কিত হামলা করেছে বলে থুপসাড়া গ্রামের অাল মাহমুদ ও তারই ছোট ভাই সিসি ক্যামরা ফুটেজে দেখা গেছে। বৃহস্পতিবার বিকেল উপজেলার আহলে হাদিস মসজিদ মার্কেটে হামলার শিকার হোন তিনি। আক্রমনের ঘটনায় তাৎক্ষণিকভাবে দু'জন কে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীমা আক্তার জাহান।
সেলিম রেজা উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে কর্মরর্ত আছেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হওয়ার পরই বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।