
ছবিঃ সীমান্তের আওয়াজ
বগুড়া প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫
বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার নারচী ইউনিয়নের কূপতলা মধ্যপাড়া গ্রামে শিশু মেহেদী হাসান (৪) হত্যা মামলায় অভিযুক্ত মোছাঃ সুইটি বেগম (২৩) গ্রেফতার হয়েছে।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকেলে মেহেদী হাসান তার নানীর বাড়ির সামনে খেলছিল। সন্ধ্যার দিকে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরবর্তীতে চান্দু মেম্বারের বাড়ির সামনে বাঁশঝাড়ের পাশে ছোট একটি ডোবায় স্থানীয়রা শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, মেহেদী পানিতে পড়ে দুর্ঘটনাবশত মারা গেছে। তাই পুলিশকে না জানিয়েই দাফন সম্পন্ন করা হয়। কিন্তু ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযুক্ত সুইটি বেগম তার মা আনিছা বেগমের কাছে স্বীকার করে, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেয়।
এ তথ্য তার মা গ্রামে আরও অনেকের সঙ্গে শেয়ার করলে, শিশুর মা মোছাঃ মিষ্টি আক্তার বিষয়টি জানতে পারেন এবং জিজ্ঞাসাবাদ করলে সুইটি বেগম ঘটনাটি স্বীকার করে। এরপর তিনি সারিয়াকান্দী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৫, তারিখ- ২৪/০৯/২০২৫, ধারা ৩০২/২০১, পেনাল কোড ১৮৬০)।
গ্রেফতারকৃত সুইটি বেগম কূপতলা মধ্যপাড়ার মোঃ হবিবর রহমানের মেয়ে।
























