দৈনিক সীমান্তের আওয়াজ
পাঁচবিবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস (এইচআরডি) নেটওয়ার্কের জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ ২৭ সেপ্টেম্বর ২০২৫
বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় জয়পুরহাট জেলা পর্যায়ে এইচআরডি নেটওয়ার্কের সকল সদস্যদের নিয়ে ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বেলা ১১ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় বন্ধন এর সভা কক্ষে এইচআরডি নেটওয়ার্ক এর অ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট এইচআরডি নেটওয়ার্কের কনভেনার রফিকুল ইসলাম চৌধুরী । সভাটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ডক্টর সাজ্জাদুল বারী । সভায় ১ জুলাই ২০২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত জয়পুরহাট জেলায় ঘটে যাওয়া মানবাধিকার লংঘন জনিত ঘটনা নিয়ে আলোচনা করা হয়।বিশেষত, পুরানাপৈল ইউনিয়নের আদিবাসীদের জমি দখল,আক্কেলপুরে কিশোরী কে ঘরে বন্ধি করে রাখার মতো ইস্যু আলোচনায় আসে।
তাছাড়া এইচআরডি নেটওয়ার্কের সদস্য আমজাদ হোসেন, নওশাদ, পারভিন,ললিতা মালো,লাবণ্য সরকার প্রমুখ বক্তব্য দেন। নেটওয়ার্ক তাদের সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে ফলোআপে রেখেছেন বলে জানান। সভার অতিথি বৃন্দ এই কার্যক্রমের প্রশংসা করে বলেন মানবাধিকার লংঘন জনিত ঘটনার সত্য উদঘাটন করার জন্য এইচআরডি নেটওয়ার্ক গুরুত্ব সহকারে কাজ করছে। সভায় মানবাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিউম্যান রাইটস মনিটরিং অফিসার মোছাঃ তানিয়া খাতুন। অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ে আলোচনা করেন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন এর জনাব টিপু সুলতান। সবাই বক্তব্য রাখেন বন্ধনের প্রধান নির্বাহী এটিএম রায়হানুল ইসলাম, এইচআরডি সদস্য আব্দুল হাই, বন্ধনের নির্বাহী কমিটির সভাপতি মাজেদুর রহমান প্রধান, বন্ধনের কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী ওরফে বিপ্লব চৌধুরী, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এন ডি সি এর নির্বাহী পরিচালক দেওয়ান কামরুজ্জামান সাজু,মানবাধিকার সংরক্ষণ পরিষদ সভাপতি দিপু সরদার,এবং বন্ধনের সাবেক নির্বাহী পরিচালক শেখ শেফায়েতুল ইসলাম প্রমুখ। সভায় সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বন্ধন এর উপজেলা ফ্যাসিলেটর বিপ্লব আলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কার্যক্রম সমাপনী ঘোষণা করেন রফিকুল ইসলাম চৌধুরী ওরফে শাহিন চৌধুরী কনভেনার ডিস্ট্রিক্ট হিউমান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক, জয়পুরহাট।