০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জুলাই সনদ ও পিআরসহ ৫ দাবি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে ১২ দলের মতবিনিময়

  • প্রকাশের সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 115

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেক্সঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের ১২টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি এবং কল্যাণময় বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে সর্বসম্মত মত পোষণ করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

মতবিনিময় সভায় অংশ নেন— গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ খান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ যুব বাঙালীর চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ একুশে পার্টির মহাসচিব এসএম জাকির হোসেন, মুভমেন্ট ফর প্যালেস্টাইনের প্রধান সমন্বয়কারী মো. হারুনুর রশীদ খান, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মাদ আবু আহাদ আল মামুন, বাংলাদেশ গণঅধিকার পার্টির চেয়ারম্যান সরকার মো. আব্দুস সাত্তার, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ নতুন ধারার জনতার পার্টির আহ্বায়ক মো. আব্দুল আহাদ নুর, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, ন্যাশনাল মুভমেন্টের চেয়ারম্যান মো. শাহ আলম তাহের এবং জাতীয় অধিকার মঞ্চের মহাসচিব মৃধা মিরাজুল ইসলাম রাজসহ কাজী মো. জামাল উদ্দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতেয়াজ আলম এবং দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

সভায় নেতৃবৃন্দ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্যের মাধ্যমে একটি কল্যাণময় বাংলাদেশ গঠন ছাড়া দেশের সংকট উত্তরণ সম্ভব নয়।

 

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জুলাই সনদ ও পিআরসহ ৫ দাবি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে ১২ দলের মতবিনিময়

প্রকাশের সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেক্সঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের ১২টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি এবং কল্যাণময় বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে সর্বসম্মত মত পোষণ করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

মতবিনিময় সভায় অংশ নেন— গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ খান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ যুব বাঙালীর চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ একুশে পার্টির মহাসচিব এসএম জাকির হোসেন, মুভমেন্ট ফর প্যালেস্টাইনের প্রধান সমন্বয়কারী মো. হারুনুর রশীদ খান, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মাদ আবু আহাদ আল মামুন, বাংলাদেশ গণঅধিকার পার্টির চেয়ারম্যান সরকার মো. আব্দুস সাত্তার, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ নতুন ধারার জনতার পার্টির আহ্বায়ক মো. আব্দুল আহাদ নুর, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, ন্যাশনাল মুভমেন্টের চেয়ারম্যান মো. শাহ আলম তাহের এবং জাতীয় অধিকার মঞ্চের মহাসচিব মৃধা মিরাজুল ইসলাম রাজসহ কাজী মো. জামাল উদ্দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতেয়াজ আলম এবং দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

সভায় নেতৃবৃন্দ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্যের মাধ্যমে একটি কল্যাণময় বাংলাদেশ গঠন ছাড়া দেশের সংকট উত্তরণ সম্ভব নয়।