
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিবেদক : ২৯ সেপ্টেম্বর ২০২৫
২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলা সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মোঃ মঞ্জুরুল ইসলাম এর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
তিনি বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। একসাথে কাজ করার স্মৃতিচারণকালে উপস্থিত সকলে আবেগাপ্লুত হন। পরে পুলিশ সুপার জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
























