
ছবিঃ সীমান্তের আওয়াজ
মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন, ১৪৩২
বগুড়ার শিবগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।
গত রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিরামপুর (জাবারীপুর পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, – হরিরামপুর মৌজার ১৬৯ নং জেএল,১৩৬৭ নং খতিয়ান,৫৪৮ নং দাগের, ২.৫ শতক,জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে বিরোধ চলছিল। এর জের ধরে বিবাদীরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে হালচাষ শুরু করে।
বাধা দিতে গেলে বিবাদী জহুরুল ইসলাম মানু শেখ কোদাল দিয়ে জুয়েলের বড় ভাই সোহেল রানার মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় জুয়েলের পিতা আব্দুল বাছেদকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পাশাপাশি প্রতিপক্ষ লাকী বেগম লোহার রড দিয়ে তার পায়ের হাড় ভেঙে দেয়।শুধু তাই নয়, হামলার সময় সোহেল রানার স্ত্রী বিপা খাতুনকে শ্লীলতাহানির শিকার হতে হয়। তার গলার ১ ভরি ওজনের স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় ।
ভুক্তভোগীদের আর্তচিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে জুয়েল রানা বলেন,কিছুদিন যাবত আমাদের তফসিল বর্নিত ক্রয় কৃত জমির মিথ্যা মালিকানা দাবী করে জোরপূর্বক দখলের চেষ্টা করে মানু ও তার সাঙ্গপাঙ্গ । ইতিমধ্যে বিবাদীগন পর্যায়ক্রমে জোরপু্র্বক বেদখলের উদ্দেশ্যে জমিতে জোর করে চাষে। অামাদের পরিবারবর্গ বাধা নিষেধ করলে বিবাদীগন লাঠি সোটা ধারালো অস্ত্র উচাইয়া আমাদেরকে মারপিট,খুন-জখমের ভয়-ভীতি ও প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে জহুরুল ইসলাম মানু শেখ আমার ভাই সোহেল রানার মাথায় হত্যার উদ্দেশ্য কোদাল দিয়ে মাথায় আঘাত করে।
আঘাতের সাথে সাথে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় এবং আমার বাবাকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে,আসামী লাকী বেগম লোহার রড দিয়ে তার পায়ের হাড় ভেঙে দেয়। আমার ভাই সোহেল রানার স্ত্রী বিপা খাতুনকে শ্লীলতাহানি ও মারপিট করে, তার গলার ১ ভরি ওজনের স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় হামলাকারী মানু ও তার সাঙ্গপাঙ্গ।
ভুক্তভোগী আব্দুল বাছেদ বলেন,আমার ক্রয় কৃত সম্পত্তি ‘ হরিরামপুর (জাবারীপুর পূর্বপাড়া) গ্রামের মৃত্যু ওয়াজেদ আলীর ছেলে জহুরুল ইসলাম মানু শেখ, জামিল শেখ , জহুরুল ইসলাম মানু শেখ এর স্ত্রী লাকী,জামিল উদ্দিন শেখের স্ত্রী ববি আক্তার জোর পূর্বক দখলের চেষ্টা করে।আমি বিষয়টি জানতে পেয়ে দ্রুত জমিতে গিয়ে বিবাদীগনকে বাধা নিষেধ করি, বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগন আমার সাথে মারমুখী আচরন করে ও বিভিন্ন রকমের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকী দেয় । বিবাদীগণ আমাকে বলে যে উক্ত সম্পত্তি আমরা জোর পূর্বক দখল করবোই যে বাধা দিবে তাহা এই জমিতেই মেরে পুতিয়া রাখবো। হটাৎ ক্ষিপ্ত হয়ে মানু শেখ ও তার সাঙ্গপাঙ্গরা আমাকে ও আমার ছেলে, ছেলের বউকে মারধর করে রক্তাক্ত জখম করে। আমরা এর বিচার চাই।
ঘটনাস্থলে গিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, ভুক্তভোগীদের আর্তচিৎকারে অামরা এগিয়ে গেলে আসামিরা ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এসময় জুয়েলের পিতা আব্দুল বাছেদকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পাশাপাশি আসামী লাকী বেগম লোহার রড দিয়ে তার পায়ের হাড় ভেঙে দেয়।শুধু তাই নয়, হামলার সময় সোহেল এর স্ত্রী বিপাকে শ্লীলতাহানি করে। তার গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয় বিবাদীরা।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























