০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত প্রতারক রাসেল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 83

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট : ১ অক্টোবর ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত ডলার প্রতারক রাসেল (৩৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সে ফারজুল মন্ডলের পুত্র এবং বীরগঞ্জ উপজেলার আরাজি মিলনপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, রাসেলের বিরুদ্ধে পূর্বে মোট ২১টি মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের ছদ্মবেশে প্রতারণা ১১টি, চাঁদাবাজি ৫টি, হত্যাচেষ্টা ৩টি, চুরি ১টি এবং বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা অন্তর্ভুক্ত।

সর্বশেষ অভিযোগে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর থেকে এক ব্যক্তিকে পিকআপ বিক্রয়ের প্রলোভন দেখিয়ে বীরগঞ্জে আনা হয়। সেখানে ডলার দেখিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভিকটিমের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) অভিযান চালিয়ে বীরগঞ্জ থানা পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত প্রতারক রাসেল গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট : ১ অক্টোবর ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত ডলার প্রতারক রাসেল (৩৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সে ফারজুল মন্ডলের পুত্র এবং বীরগঞ্জ উপজেলার আরাজি মিলনপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, রাসেলের বিরুদ্ধে পূর্বে মোট ২১টি মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের ছদ্মবেশে প্রতারণা ১১টি, চাঁদাবাজি ৫টি, হত্যাচেষ্টা ৩টি, চুরি ১টি এবং বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা অন্তর্ভুক্ত।

সর্বশেষ অভিযোগে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর থেকে এক ব্যক্তিকে পিকআপ বিক্রয়ের প্রলোভন দেখিয়ে বীরগঞ্জে আনা হয়। সেখানে ডলার দেখিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভিকটিমের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) অভিযান চালিয়ে বীরগঞ্জ থানা পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।