ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট বাজারে গত ৪ অক্টোবর শনিবার বিকেলে 'লোক সংস্কৃতি পরিষদ' এর এক সভা উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠক আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় মোকলেছার রহমানকে সভাপতি ও সাজিয়া ইসলাম পায়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, অর্থ সম্পাদক মশিউল আজম মন্টু চৌধুরী, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক আরমান হোসেন, শিশু-মহিলা-সমাজকল্যাণ সম্পাদক ধরিত্রী দাস জুঁই এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন মোহন্ত বর্মন,আব্দুর রহিম ও গোলাম মাকসুদ হেলালী। সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন ও গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বাৎসরিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।