
ছবিঃ সীমান্তের আওয়াজ
গাইবান্ধা প্রতিনিধিঃ ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে নূরজাহান কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি (ছয়আনি বাজার) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. আর্জিনা (৪০) এবং একই এলাকার জোবাইদুল মুন্সির স্ত্রী মোছা. রোকেয়া বেগম (৪২)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সোয়া ৪টার দিকে পুলিশের উপ-পরিদর্শক এসআই মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে অভিযান পরিচালনা করেন। এসময় বিশ্বরোড চারমাথায় মহিমাগঞ্জ সড়কে নূরজাহান কমপ্লেক্সের সামনে তল্লাশি চালিয়ে দুই নারী মাদক কারবারির কাছ থেকে বিশেষ কায়দায় রাখা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বুলবুল ইসলাম বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ৫ ই অক্টোবর (রবিবার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি এই প্রতিনিধিকে জানিয়েছেন।
























