ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন, ১৪৩২
জয়পুরহাটের পাঁচবিবিতে এক দিনের ব্যাডমিন্টন খেলার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৭ই অক্টোবর গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে, গ্রীন এন্ড গোলো র
কর্ণধার ক্রীড়া সংগঠক তারেক রেজার সার্বিক সহযোগিতায় ৮টি দলের অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তরুণ কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিআরডি অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার,
বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক সাজা মন্ডল, সহ সকল অফিসার ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও রাখি হোটেলের মালিক ছোটন।
রানার্স আপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও মামুনুর রশিদ বাবু।