
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ বুধবার ০৮ অক্টোবর ২০২৫
গতকাল মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে। পাঁচবিবি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পাঁচবিবি এর যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ফার্মেসি ও পশু খাদ্য বিক্রেতার দোকানে মোবাইল কোট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের উপস্থিতি ছিলেন উপজেলা ভাই অফিসার জনাব, রোমান রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফয়সাল রাব্বি, মোবাইল কোটে আটাপুর ইউনিয়নের উচাই বাজারের মেসাস মানিক ট্রেডাস মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারের মা ফার্মেসিকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একটি মৎস্য ও পশু খাদ্য বিক্রেতা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুশলেখা নিয়ে এক সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে সবাইকে সতর্ক করা হয়। এবং এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
























