ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৯ অক্টোবর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে কিশোরী ধর্ষণের মামলায় ধর্ষক রেজা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
পাঁচবিবি থানায় ধর্ষিতা নিজে বাদী হয়ে মামলা করেন। মামলা সূত্রে জানা যায় , উপজেলার বাগজানা ইউনিয়নের গোপালপুর গ্রামের মামলার বাদী পরিবারের সাথে প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি করে গত সোমবার (৬ অক্টোবর) রাতে বাড়ি থেকে বের হয়ে এসে পাঁচবিবি পৌর পার্কের সামনে পৌঁছায়। এ সময় পূর্ব পরিচিত জয়নাল আবেদীন আলম বিহারীর বকে যাওয়া, ছেলে মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং সন্ত্রাসী রবিউল ইসলাম রেজার সাথে দেখা হয়। কিশোরী বাড়িতে ঝগড়াঝাঁটির বিষয়গুলি রেজার কাছে কাছে সব খুলে বলে, রেজা সুযোগ বুঝে ভুক্তভোগীেক রাত ১১ঃ০০ টার দিকে পৌর পার্কের ভিতরে নিয়ে যায়। এ সময় রেজার বন্ধু অনিককে ফোন করে পৌর পার্কে ডেকে নেয়, রেজা এবং অনিক দুজনে মিলে কিশোরীকে পৌর পার্কের ভিতরে পুকুরের দক্ষিণ পাশে বসার বেঞ্চগুলোতে নিয়ে গিয়ে কিশোরীকে তাহার প্রেমিকের সঙ্গে বিয়ে দিবে বলে প্রলোভন দেখায়।
একপর্যায়ে দুই বন্ধু মিলে কিশোরীর স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং রেজা অনিক দুজন মিলে সারারাত পালাক্রমে ধর্ষণ করে। সারারাত ধর্ষণ করে ৭/১০/২৫ মঙ্গলবার ভোর ৪টায় বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে কিশোরীর গ্রামের বাড়ি গোপালপুরে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। বাড়ির সামনে কিশোরীকে কে নামিয়ে দিয়ে ২ বন্ধু সটকে পড়ে।
এ বিষয়ে কিশোরী বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক রেজাকে গ্রেফতার করে, অনিক পলাতক রয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক সাংবাদিকদের জানান, থানার পাশেই পৌর পার্ক ঘটনার দিন রাতে এমন একটা ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক, তবে কিশোরী বাদী হয়ে মামলা করেছে আসামি ১জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, ২নং আসামি পলাতক রয়েছে তবে গ্রেফতারের চেষ্টা চলছে।
কিশোরীর মেডিকেল পরীক্ষা হয়েছে। ১নং আসামি রেজা কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।