
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
জয়পুরহাটের পাঁচবিবিতে বে-সরকারী শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবিতে সারাদেশের ন্যায়ে জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২য় দিনের মত কর্ম বিরতি পালন করেছে শিক্ষক ও কর্মচারীরা।
আজ মঙ্গলবার সকালে সড়াইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীর কর্ম বিরতি পালন ও বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভ সমাবেশে শ্লোগানে শ্লোগানে শিক্ষকদের উজ্জিবিত করেন ইংরেজী বিষয়ের প্রভাষক শাহাদুল ইসলাম শাহাদত।
সড়াইল কলেজ চত্বরে বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন,জুনিয়র ইন্সট্রাক্টর মাহাবুব আলম, জামিল, কলেজ শিক্ষক সমিতির পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি প্রভাষক আহসান হাবিব তার বক্তব্যে বলেন এই শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকদের লাঠি দিয়ে পিটিয়ে তাদের লাঞ্ছিতো করার প্রতিবাদে আমরা তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সঙ্গে যে সব পুলিশ বাহিনী এসব কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আর কোন পুলিশ বাহিনী শিক্ষকদের উপর হামলা করতে না পারে।পরিশেষে আমরা সরকারকে জানাতে চাই আমাদের দাবি মেনে নেন,আমরা আবার যেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি এবং ছাত্র-ছাত্রীদের পাঠদানে উৎসাহিত করতে পারি।
























