ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
বগুড়া জেলার কাহালু উপজেলায় সান্তাহার রোডে অবস্থিত তুরফা অটো চিড়া কারখানায় বগুড়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান ১ লক্ষ টাকা জরিমানা করে।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) বগুড়া জেলার কাহালু উপজেলায়, সান্তাহার রোড এ অবস্থিত তুরফা অটো চিড়া কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানাটি সরেজমিন পরিদর্শনকালে পঁচা, ফাঙ্গাসযুক্ত চিরা ভেজে পুনরায় মানুষের খাদ্য হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্যাকেট করতে দেখা যায়। প্যাকেটে অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করতে দেখা যায়।
এছাড়াও কোনোরকম মান সনদ গ্রহণ না করেই খাদ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বিপণন করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করে অভিযান পরিচালনাকারি দল। আনুমানিক ২৫০ কেজি পঁচা চিরা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল এবং সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকারের মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশ টিম।