ছবিঃ সীমান্তের আওয়াজ
হিলি( দিনাজপুর) প্রতিনিধিঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন হয়েছে।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার খাট্রাউছনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কাসেম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, খাট্রাউছনা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন অনেকেই উপস্থিত ছিলেন।