
ছবি সীমান্তের আওয়াজ
আবু মুসা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ১৮ অক্টোবর ২০২৫
পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার উদ্যোগে সবুজ বাংলাদেশ গড়তে সাপাহার সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বিনামূল্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
বৃক্ষরোপন উপলক্ষে গতকাল দুপুরে সাপাহার সরকারি কলেজ অডিটোরিয়্যামে পূবালী ব্যাংকের উদ্যোগে ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক ও বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এ এম এস রায়হান শামীম।
বিশেষ অতিথি হিসেবে সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজির উদ্দীন, উদ্ভিদ বিদ্যার বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রাজু আহমেদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম এবং কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ওলিউল ইসলাম নাঈম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, পুবালী ব্যাংকের অফিসারগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান ও বিশেষ অতিথি ফিতা কেটে ও কলেজ প্রাঙ্গনে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষ রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজির উদ্দিন পূবালী ব্যাংকের এমন একটি জনকল্যাণমূলক ও শিক্ষামূলক উদ্যোগ নেওয়ার জন্য পূবালী ব্যাংকের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূবালী ব্যাংকের সাপাহার শাখা ব্যবস্থাপক বলেন, পূবালী ব্যাংক এখন মানুষের আস্থার প্রতীক, আর এই আস্থা অর্জনে আমাদের বগুড়া অঞ্চল প্রধান মহোদয়ের নির্দেশণায়ও তাঁর গতিশীল নেতৃত্বে বগুড়া অঞ্চাল, তথা নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং গাইবান্ধা জেলায় পূবালী ব্যাংক এগিয়ে চলেছে। তাছাড়াও সুস্থ্য এবং বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে আমাদের সকলের অংশীদারিত্ব প্রয়োজন।’
অনুষ্ঠানের প্রধান অতিথি এ এস এম আর রায়হান শামীম তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বলেন, “পূবালী ব্যাংক কেবল অর্থনৈতিক উন্নয়নেই নয়, দেশের পরিবেশ সুরক্ষায় ও সবুজ দেশ গড়তে প্রতিশ্রতিবদ্ধ, এই কর্মসূচি সেই প্রতিশ্রতিরই অংশ। বৃক্ষরোপণ কর্মসূচিটি পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।


























