
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকতাদের গ্যাচুটিসহ অন্যান্য পাওনাদি পরিশোদের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। অত্র সংগঠনের সভাপতি আঃ মান্নান এর সভাপতিত্বে জয়পুরহাট চিনিকল চত্বরে আজ সকাল ১০ টার সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আঃ মতিন, জেলা শ্রমিকদলের সভাপতি বাবুল করিম, নাজমুল হক, সোমলেন বিশ্বাস, সওদাগর জহুরুল হক, প্রমুখ। উক্ত সমাবেশ প্রায় ২০০শত জন অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাদের দাবী সমূহ অবসরপ্রাপ্তদের গ্র্যাচুটি বকেয়া পাওয়ানা ক্ষতিপূরণসহ সমূদয় অর্থ পরিশোধ, সরকারি নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত উৎসব বোনাস, বৈশাখী, এবং চিকিৎসা ভাতা প্রদান এবং অবসরপ্রাপ্তদের গ্র্যাচুটি ২০% বোর্ড সিন্ধান্ত বাতিল করাসহ দাবী না হওয়া পর্যন্ত তাদের অন্দোলন চলার ঘোষনা করেন। পরে ব্যবস্থাপনা পরিচলাক মাধ্যমে শিল্প উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হয়।
আবসরপ্রাপ্ত কর্মচারী আঃ সালাম বলেন আমি কর্মজীবন শেষ করে পরিবার পরিজন নিয়ে, খেয়ে না খেয়ে দিনাপাত করছি। বর্তমানে ছেলে-মেয়েদের মুখে ঠিকমত দুবেলা খাবার দিতে পারছিনা। কবে পাব আমাদের গ্র্যাচুটি টাকা, কবে পাব ছেলে-মেয়েদের মুখে খাবার। আমি ছেলে-মেয়েদের মুখে আহরণ করার জন্য রিক্সা চালাতে বাধ্য হচ্ছি। সরকারের নিকট আকুল আবেদন দয়া করিয়া আমাদের দাবি মেনে নিয়ে পরিবার পরিজনকে বাঁচাতে সাহায্য করার অনুরোধ করছি।






















